ভিডিও

মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মোটর সাইকেল আরোহী

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

বেপরোয়া মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মোটর সাইকেল আরোহী।ঘটনাটি ঘটে সোমবার সকালে আসানসোল চিত্তরঞ্জন রোডের উপর হিন্দুস্তান কেবলস ডি.এ.ভি স্কুল সংলগ্ন এলাকায়।জানা জায় বাসের সঙ্গে সংঘর্ষে আহত ওই বাইক আরোহীকে নিয়ে পিঠাকেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যাক্তির বাঁ হাত ভেঙে টুকরো হয়ে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে।এই ঘটনার পর উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ হিন্দুস্তান কেবলস রোড অবরোধ করেন।যদিও অফিস টাইম, স্কুল টাইমের কথা মাথায় রেখে আছড়া পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব মাহাতো সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশের হস্তক্ষেপে অবস্থা দ্রুত স্বাভাবিক হয়।ঘটনা স্থলে পৌঁছে রূপনারায়ণপুর পুলিশ বাসটিকে আটক করেছে।জানা গেছে চিত্তরঞ্জন থেকে আসানসোল গামী উদিতা নামের মিনি বাসটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে জোড়বাড়ির বাসিন্দা কৃষ্ণা মাহাতোর (২৮) মোটর সাইকেলে ধাক্কা মারে। মিনিবাসের দরোজা খোলা ছিল বলে অভিযোগ।সেই দরজার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে কৃষ্ণা বাবু গুরুতর জখম হন।মোটর সাইকেলের সামনের অংশটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।বাড়ির লোকজন আহত কৃষ্ণাকে হিলভিউ নার্সিংহোমে নিয়ে গেছেন বলে জানা যায়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জয়দেব বাবু বলেন অবিলম্বে আপার কেশিয়া মোড় থেকে রূপনারায়ণপুর পর্যন্ত অঞ্চলে কড়াকড়িভাবে যাবতীয় যানবাহনের গতি ঘন্টায় কুড়ি কিলোমিটারে বেঁধে দেওয়ার নিশ্চিত উপায় করতে হবে। এদিকে গুরুতর আহত কৃষ্ণার চিকিৎসা বাবদ জাবতীয় খরচ এবং চুরমার হয়ে যাওয়া মোটর সাইকেলের জন্য ক্ষতিপূরণ দাবি করে জোড়বাড়ির মানুষজন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
স্থানীয় মানুষজন অভিযোগ করেন রাস্তার দু’পাশ দখল করে যেভাবে প্রতিদিন অবৈধ দোকান গজিয়ে উঠছে তাতে রাস্তা থেকে নেমে সরে যাওয়ার কোন জায়গা পাওয়া যাচ্ছে না।এই অবস্থায় রাস্তার দু’ধার দখলমুক্ত রাখার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের দাবি করেন তারা।

TAGS

সম্পর্কিত খবর