নিজস্ব সংবাদদাতা নির্ভীক বাংলা, আসানসোল
শনিবার আসানসোলের কাল্লা মোড়ের কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ১২ টি অটো ম্যানুয়েল সিগন্যাল পোস্ট, একটি ট্রাফিক চেক পোস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের উদ্বোধন করা হয় ৷
এছাড়াও নর্থ ট্রাফিক গার্ডের সংস্কার সাধন করা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসি ট্রাফিক আনন্দ রায়, আসানসোল নর্থ থানার ওসি ও নর্থ ট্রাফিক আধিকারিক সহ অন্যান্যরা ৷
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, পুলিশের কিছু সামাজিক দায়িত্ব থাকে ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সব সমতেই সাধারণ মানুষের স্বার্থে কাজ করে এসেছে ৷ সেই লক্ষ্যে শনিবার সারাদিন গাড়ির চালকদের জন্যে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ এছাড়াও গরীব দুঃস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সারা বছরধরে একটি বিনামুল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে ৷ যেখানে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিতে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি উপস্থিত থাকবেন পুলিশ আধিকারিকরা ৷