ভিডিও

পিএইচই পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত তিন আহত এক

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

পিএইচই জল জীবন মিশনের আন্ডার গ্রাউন্ড পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে চারজন শ্রমিক।যার মধ্যে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয়।ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কলিয়ারী এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার পুলিশ।চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।মৃত তিনজন ব্যক্তির নাম রাজ্জাক শেখ (২২),রোহিত উদ্দিন শেখ (১৮),নিতেশ পাসওয়ান(২৫)।এবং সামসুল শেখ(২০) এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার ও অন্য একজনের স্থানীয় কুলটির চিনাকুড়ির বাসিন্দা বলে জানা যায়।স্থানীয় ব্যক্তি ফুচু বাউরি বলেন,বাড়িতেই শুনলাম ধস নেমেছে।ঘটনাস্থলে এসে দেখি চারজন চাপা পড়েছে।তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।একজনের অবস্থা আশঙ্কাজনক।আপডেট:-সালানপুর ব্লকের ডালমিয়া কলিয়ারী এলাকায় জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু এবং এক শ্রমিক গুরুতর আহত।এর পরেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য,সালানপুর বিডিও রুসালি কালের এবং পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু সহ আরো আধিকারিকগণ।

TAGS

সম্পর্কিত খবর