সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা ও কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে রবিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লক ও পাণ্ডবেশ্বর ব্লকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস ।
১০০ দিনের কাজের প্রকল্পে-র টাকা দিচ্ছেনা কেন্দ্র সরকার । সম্প্রতি এই অভিযোগে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ইস্যুটি নিয়ে রাজ্যজুড়ে দলের কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দেন তিনি । সেই মত রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ও পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয় । প্রথম মিছিলটি হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকে । ঝাঝরা এমআইসি গেট থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় লাউদোহা থানার সামনে । পথসভা হয় সেখানে । উপস্থিত ছিলেন দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মধ্যক্ষা চুমকি মুখোপাধ্যায় সহ প্রায় হাজার পাঁচেক তৃণমূল কর্মী সমর্থক । এদিন দুপুরে পাণ্ডবেশ্বর ব্লকে ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় । মিছিল শুরু হয় এরিয়া অফিস মোড় থেকে । শেষ হয় পাণ্ডবেশ্বর রেলস্টেশন চত্বরে । মিছিলে দলের নেতাকর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । নরেন্দ্রনাথ বাবু বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের সাথে বিমাতাসুলভ আচরণ করছে । গত ছয় মাস ধরে আটকে রেখেছে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা । টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ করা যাচ্ছে না । দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান তিনি ।