নিজস্ব সংবাদদাতা নির্ভীক বাংলা আসানসোল
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আশ্রম মোড়ে নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ কাউন্সিলাররা, কাজী পরিবারের মেয়ে সোনালি কাজি ও পৌর আধিকারিকরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, নজরুল ইসলাম সে সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির যে কথা লিখেছেন আজকের দিনে তা খুব প্রাসঙ্গিক ।
অপরদিকে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, শুধু নজরুলের জন্মদিন পালন করলে হবে না। ওনার যে গান ,কবিতা রয়েছে সেগুলোকে আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে হবে।
এদিনের মাল্যদানের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।