লিলটু বাউরি নির্ভীক বাংলা, আসানসোল
আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং বয়কট করলো বিজেপি কাউন্সিলাররা ৷ নব নির্বাচিত পৌর কাউন্সিলারদের নিয়ে মঙ্গলবার আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং ঘোষণা করেছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ৷
যেখানে ২০২২-২৩ সালের বাজেট পেশ করার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সকাল নাগাদ স্থানীয় কাউন্সিলাররা হাজির হলেও বেলা ১১:৫০ পর্যন্ত পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বৈঠকে হাজির হননি ৷ এই অভিযোগ তুলে বোর্ড মিটিং বয়কট করেন বিজেপির কাউন্সালাররা কাউন্সিলর চৈতালী তিওয়ারির নেতৃত্বে ৷
তারা দাবি করেন, চেয়ারম্যান বোর্ড মিটিং এর আয়োজন ও ঘোষণার অধিকারী হলেও বৈঠক পরিচালনা করতে পারেননা ৷
বৈঠকে মেয়রের উপস্থিতি একান্ত কাম্য ৷ কিন্তু ভোট লুঠ করে জেতা তৃণমূল আসানসোল পৌর নিগম ঠিক মত পরিচালনা করতে পারছেন না ৷ দেশের সংবিধানকেই অস্বীকার করতে চাইছে ৷
আসানসোল পৌর নিগমের অনৈতিক ভাবে দুজন ডেপুটি মেয়র ৷ যা বিরোধী কাউন্সিলার থেকে আসানসোলের জনগণ কেও চায়নি ৷ তারপরেও তৃণমূল গা জোয়ারি করছে ৷ তারা এখনো পৌর নিগমের মেয়র পারিষদ থেকে ডেপুটি মেয়র কিছুই ঘোষণা করেনি ৷ না শপৎ নিয়েছে ৷ এই পরিস্থিতিতে জনসাধারণের প্রতিনিধি হিসাবেও আমাদের নিজেদের এলাকায় কাজ করতে দিচ্ছেনা ৷ আমরা সার্কাস ও সার্কাসের জোকার দেখতে চাইনা ৷ তাই বোর্ড মিটিং বয়কট করতে বাধ্য হলাম ৷
অন্যদিকে নির্ধারিত সময় সীমা পেরিয়ে বেশ কিছুক্ষণ পরে মহানাগরিক বিধান উপাধ্যায় বোর্ড মিটিং এ অংশ গ্রহণ করেন ৷ তিনি বলেন অনুষ্ঠান ছিলো তাই আসতে দেরী হয়েছে ৷