ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

নিজস্ব সংবাদদাতা, দূর্গাপুর :

তৃণমূলের শ্রমিক সংগঠন কে,কে,এস,সি-র এক নেতার বিরুদ্ধে উঠলো কাটমানি যাওয়ার অভিযোগ । অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিধায়ক । সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়া সফরে এসে প্রশাসন ও দলের নেতাদের স্বচ্ছতার সাথে কাজ করার নিদান দেন । অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । কিন্তু সুপ্রিমো কথা নিচুতলার একশ্রেণীর কর্মীরা মানছে না বলে অভিযোগ ।

পাণ্ডবেশ্বরে শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার ঘটনায় তা আরও একবার প্রমাণিত হলো । ঘটনা সুত্রে জানা গেছে খোট্টাডিহি খোলামুখ খনিতে মাটি কাটার যন্ত্র (সভাল) সরবরাহের বরাত পান রানীগঞ্জের বাসিন্দা ঠিকাদার সন্তোষ সরকার । ৩ দিন আগে ট্রলারে করে তিনি পাঁচটি যন্ত্র খোট্টারডিহি ওসিপি-তে পাঠান । এলাকার শ্রমিক নেতা উত্তম মন্ডল মেশিন গুলি খনিতে নামাতে বাধা দেন বলে অভিযোগ । উত্তম বাবু তৃণমূলের শ্রমিক সংগঠন কে কে এস সির নেতা বলে এলাকায় পরিচিত ।

ঠিকাদার সন্তোষবাবু জানান তিনদিন ধরে যন্ত্রগুলি নামাতে দেওয়া হচ্ছে না । আজ তিনি ওসিপি তে এলে উত্তম বাবু সংগঠনের অফিসে তাকে ডেকে পাঠান । যন্ত্র নামানোর জন্য উত্তম বাবু এক লক্ষ টাকা দাবি করেন । এরপরই সন্তোষবাবু যোগাযোগ করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে । তিনি জানান নরেন বাবু-র হস্তক্ষেপে সমস্যা মিটেছে । বিষয়টি নিয়ে নরেন বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি । সংগঠনের উচ্চতর নেতৃত্বকে কাটমানি চাওয়ার বিষয়টি জানানো হয়েছে । তদন্তে সত্য প্রমাণিত হলে অভিযুক্ত উত্তম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি । যার বিরুদ্ধে অভিযোগ সেই উত্তম বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । মোবাইলে ফোন করলে তার মোবাইল সুইচড অফ পাওয়া যায় ।

TAGS

সম্পর্কিত খবর