ভিডিও

মা কল্যানেশ্বরী অতিথি নিবাসের উদ্বোধন:-

নির্ভীক বাংলা কুলটি:-

আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মা কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত মা কল্যানেশ্বরী অতিথি নিবাস।সোমবার দিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে।এদিন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন এই জমিটি আসানসোল পৌরনিগমের বিভিন্ন জায়গার পর্যটকরা আসে এছাড়া আশেপাশের সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠানে সুবিধা হয়।সেই কারণে আসানসোল পৌরনিগমের থেকে পিপি মডেলে তৈরী করা হয়েছে।তবে এই অতিথি নিবাসের লিজ প্রাপ্ত ব্যাবসায়ী রামচন্দ্র সাউ বলেন জমিটি আসানসোল পৌর নিগামের পক্ষ থেকে ৪০বছরের জন্য এই মা কল্যানেশ্বরী অথিতি নিবাস আমাকে লিজ দেওয়া হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর