সংবাদদাতা, অন্ডাল : মঙ্গলবার নারী দিবস উপলক্ষে উখড়া পূজারী মাঠে আয়োজিত হল মহিলা প্রীতি ফুটবল ম্যাচ । অন্ডাল ডিএসপিটিএস ( ডিভিসি ) পরিচালিত এই খেলায় অংশ নিয়েছিল বীরভূম একাদশ ও উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প নামে দুটি মহিলা দল । নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি । খেলার মীমাংসা হয় ট্রাইবেকারে । পূজারী কোচিং ক্যাম্প দলকে ট্রাইবেকারে 3 – 2 বলে পরাজিত করে জয়ী হয় বীরভূম একাদশ । খেলাটিতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের পান্না কোড়া ।