কুলটি:-
কুলটির রামনগর দূর্গা মন্দির প্রাঙ্গণে আর.ডি.এম বয়েজ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক রাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টের।যেই খেলার মূল উদ্যোক্তা হলো রাহুল ঘোষ ও শ্রীদ্বীপ ঘোষ।টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহণ করেন।যার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় মাইথনের জন্টি ও অঙ্কু বনাম দুর্গাপুরের আকাশ ও সমীরের মধ্যে।যার মধ্যে ফাইনালে জয়ী হয় মাইথনের জন্টি ও অঙ্কু।
ফাইনালে দুই দলকে একটি করে কাপ প্রদান করা হয়।
এই প্রসঙ্গে আর.ডি.এম বয়েজ ক্লাবের সদস্য রাহুল ঘোষ জানান আমাদের মূল লক্ষ্য যুবসমাজকে খেলা ধুলার মধ্যে রাখা আমাদের ক্লাবের তরফে প্রতি নিয়ত বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেভাবে আজকের দিনে যুব সমাজ মোবাইলে প্রতি আকর্ষিত হচ্ছে,সেই জায়গা থেকে খেলা ধূলোয় তাদের বার করে নিয়ে আসতে পারে।