ভিডিও

এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা

এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:-আগামী বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যান্য দলের যেখানে এখনো প্রার্থী তালিকাই ঘোষণা হয়নি, সেখানে এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন তিনটি বিধানসভা কেন্দ্রের তিনজন প্রার্থী।

 

দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মেদিনীপুর, শালবনী ও গড়বেতা বিধানসভা কেন্দ্রের তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন অধ্যাপক দেবাশীষ আইচ, গড়বেতা কেন্দ্রের তাপস কুমার মিশ্র ও শালবনী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিক্ষক পরেশ চন্দ্র দত্ত।

 

এদিন তিনপ্রার্থী সহ জেলা সম্পাদক নারায়ন অধিকারীর নেতৃত্বে দলের নেতা কর্মী সমর্থকেরা মিছিল করে এসে জেলা শাসক দপ্তরে আসেন। এরপরেই জমা দেওয়া হয় মনোনয়ন পত্র। মনোনয়ন দেওয়ার ব্যাপারে এদিন এস ইউ সি আই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিপ্লবী দল হিসেবে এস ইউ সি আই কমিউনিস্ট দল অংশগ্রহণ করেছে।

 

গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিধানসভার অভ্যন্তরে গণআন্দোলনের শক্তি ও কন্ঠকে যাতে নিয়ে যাওয়া যায় সেজন্য পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভা কেন্দ্রের ১৪ টিতে প্রার্থী দেওয়া হবে জানান তিনি। ইতিমধ্যেই কেশিয়াড়ী ও দাঁতন বিধানসভার দুই প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

TAGS

সম্পর্কিত খবর