।
সংবাদদাতা, লাউদোহা : সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হলো তৃণমূলের পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লক কমিটি । শাসক দলের দুই ব্লক সভাপতি ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
রবিবার বিকেলে সরপি ইকো পার্ক গেস্ট হাউসে শাসকদলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় । সেখানে ঘোষণা করা হয় দলের পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লক কমিটির পদাধিকারীদের নাম । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ও লাউদোহা দুই ব্লকের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায় ছাড়াও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । কমিটি ঘোষণা করার সময় পাণ্ডবেশ্বর এর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান মোট ২১ জনকে নিয়ে ব্লক কমিটি গঠন করা হয়েছে । ব্লক সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন মোট তিনজন গুরুপ্রসাদ চক্রবর্তী, লোকমান আনসারী ও মদন বাউরী । এদিন মহিলা ও যুব ব্লক কমিটি ও ঘোষণা করা হয় । ব্লকের মহিলা সভাপতি দায়িত্বে রয়েছেন রুমা রুইদাস । নতুন কমিটিতে রয়েছেন মোট ১৬ জন । পাণ্ডবেশ্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে নরোত্তম মন্ডলকে । ১৫ জন রয়েছে নতুন কমিটিতে ।
অন্যদিকে ২৫ জন নিয়ে গঠন করা হয়েছে লাউদোহা ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিতে । সভাপতি দায়িত্বে রয়েছেন সুজিত মুখোপাধ্যায় তিনজন সহ-সভাপতি চারজন সাধারণ সম্পাদক পাঁচজন সম্পাদক ও দু’জন কোষাধ্যক্ষ ছাড়াও সদস্য হিসাবে রয়েছেন আরও ১০ জন । মহিলা সংগঠনের ব্লক কমিটিতে রয়েছেন মোট ২১ জন । সভাপতি ক্ষমা নায়ক । দুজন সহ-সভাপতি পাঁচ জন সাধারণ সম্পাদক ও ১৩ জন কে নেওয়া হয়েছে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কমিটিতে । লাউদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণ গোপাল ঘটক । কমিটিতে রয়েছে একজন সাধারণ সম্পাদক, একজন অর্গানাইজার সেক্রেটারি, তিনজন সম্পাদক একজন সহ-সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ । কমিটি ঘোষণার শেষে এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দলের পুরনো ও যোগ্য কোন কর্মী কমিটির তালিকা থেকে বাদ থেকে থাকলে পরে তাকে অন্তর্ভুক্ত করা হবে । পাশাপাশি তিনি জানান পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়েছে । দলের নির্দেশ মত প্রার্থী বাছাইয়ের কাজ চলছে ।দলের পুরনো সৎ কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষদের প্রার্থী করার হবে ।