ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

কল্ল্যা অঞ্চলে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা সালানপুর:-

সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন।আর ঠিক তারই আগে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক নতুন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।যার নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ।আর সেই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার দিন সালানপুর ব্লকের কল্ল্যা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গেলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম পাহাড়পুর কালি মন্দির প্রাঙ্গণে গিয়ে পূজা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।সেখান থেকে তিনি কল্ল্যা প্রাথমিক বিদ্যালয় যান সেখানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে বিদ্যালযের মধ্যে কি কি সমস্যা রয়েছে তা জানেন ও তাদের আশ্বাসদেন দ্রুত সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তিনি।তারপর তিনি তৃণমূল কর্মী তপন পাতরের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন।সেখান থেকে তিনি চলে যান পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করতে।তারপর তিনি রয়েল ক্লাবের সামনে একটি পথ সভা করেন।এবং শিয়াকুলবেড়িয়া ময়দানে তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করেন।সেখানে থেকে তিনি ডাবর গ্রামের দূর্গা মন্দির যান প্রণাম করেন ও সঙ্গে গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শুনেন।তারপর তিনি চলে যান ডাবর কলিয়ারীর দূর্গা মন্দির প্রাঙ্গনে সেখানেও এলাকার মানুষের অভিযোগের কথা শুনেন এবং সমাধান করার আশ্বাসদেন।তারপর তিনি তৃণমূল কর্মী শৈলেন লাহার বাড়িতে রাতের ভোজন সারেন।

TAGS

সম্পর্কিত খবর