কৌশিক মুখার্জি, নির্ভীক বাংলা,সালানপুর:-
সালানপুর ব্লকের জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি নতুন কাজের শিল্যানাস করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের মানুষের বহু দিনের চাহিদা ছিলো ব্লকের একটি সুইমিং পুলের।সেই স্বপ্ন পূরণ হল সালানপুরের মানুষের।কল্যাণগ্রাম-৫ এর দুর্গামন্দির থেকে কয়েকশো মিটার দূরে জোড়ের ধারেই পুরো এলাকা জুড়ে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত, ক্ষুদ্র বাবা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে এবং জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরীর প্রচেষ্টায় পূজা অর্চনা করে সুইমিং পুলের কাজের শিল্যানাস করা হয়।এরদ্বারা ব্লকের শিশু থেকে শুরু করে মহিলা এবং পুরুষরা সুইমিং এর প্রশিক্ষণ নিতে পারবে। তাছাড়া ক্ষুদ্র বাবা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে একটি পুকুর তৈরি করা হচ্ছে যার থেকে গ্রামের মানুষরা উপকৃত হবে।তার পাশাপাশি উত্তরামপুর জিৎপুর মহিলা সমিতির পরিচালনায় এবং জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরীর উদ্যোগে কল্যাণ গ্রাম-৫এর নিকটে বিদ্যাসাগর মঞ্চে মনিমালা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয় বিধান উপাধ্যায়ের হাত দিয়ে।যেখানে শিশুরা খেলা ধূলোর পাশাপাশি শরীর চর্চা করতে পারবে।এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী জানান বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত উত্তরামপুর জিৎপুর এলাকায় উন্নয়ন চলছে।আমাদের প্রচেষ্টা এই অঞ্চলের প্রতিটি মানুষ যেনো সব ধরনের সুবিধা পায়।তাই তাদের সুবিধার কথা মাথায় রেখেই এলাকায় সুইমিং পুল এবং মনিমালা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আগামী দিনে এটা সুন্দর ভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য।আরো উন্নয়ন কাজ বাকি রয়েছে দ্রুত তাও করা হবে।কারণ তৃণমূল উন্নয়নের রাজনীতি করে।