ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

প্রতিযোগিতায় পদক জয়ীকে সম্বর্ধনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সংবাদদাতা, অন্ডাল : রাজ্য স্তরের হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন খান্দরা গ্রামের দিন মজুরের মেয়ে উমা বাউরী । শুক্রবার তাকে বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা । গ্রামের মেয়ের সাফল্যে খুশি এলাকার বাসিন্দারা ।
২১-শে জানুয়ারি কলকাতায় মোহনবাগান ক্লাবের উদ্যোগে বসেছিল রাজ্য স্তরের অ্যাথলেটিকস প্রতিযোগিতা । সেই প্রতিযোগিতাই তিন হাজার মিটার হাঁটা ইভেন্টে দ্বিতীয় হয়েছে খান্দরার উমা বাউরী । পেয়েছে সিলভার মেডেল । উমা স্থানীয় নাগ কাজোড়ার বাসিন্দা, বাবা দিনমজুর উত্তম বাউরি । খান্দরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী উমা । দিনমজুর পরিবারের মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও তো সমান মনোযোগী । নিয়মিত অনুশীলনও করে বাড়ির পাশের মাঠে । প্রতিযোগিতায় সাফল্যে খুশি উমার পরিবার ও পাড়া-প্রতিবেশীরা । প্রতিযোগিতা শেষে সম্প্রতি বাড়ি ফিরেছে উমা । তার সাফল্যকে ঘিরে এলাকায় এখন উৎসবের পরিবেশ । সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (দামোদর-অজয় নর্থ এরিয়া কমিটি )-র পক্ষ থেকে শুক্রবার সম্বর্ধনা দেওয়া হয় উমা কে । সংগঠনের রাজ্য কমিটির সদস্যা দেবমিতা সরকার জানান উমার সাফল্যে আমরা সবাই গর্বিত । আমরা চাই ও ভবিষ্যতে খেলাধুলোয় আরো উন্নতি করুক । সমস্ত রকম সাহায্য সংগঠনের পক্ষ থেকে করা হবে বলে প্রতিশ্রুতি দেন দেবমিতা দেবী ।

TAGS

সম্পর্কিত খবর