রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
খনির সম্প্রসারণের জন্য জমি দান করেছিলেন একদা জমিদাতারা। কিন্তু তারপরও এখনও পর্যন্ত সেই জমির ক্ষতিপূরণ বা চাকরি কিছুই হয়নি। বিসিসিএল এ দামাগড়িয়ায় এই নিয়ে বহুদিনের সমস্যা। জমিদাতা রা সম্প্রতি আন্দোলন করেছিলেন বিসিএলের এরিয়া অফিসে। সেই সময় পুলিশি তৎপরতায় তাদের বলা হয়েছিল যে নির্দিষ্ট দিনে বিসিএলের ওই এরিয়ার জেনারেল ম্যানেজারের সঙ্গে জমিদাতাদের আলোচনায় হবে। কিন্তু আজ নির্দিষ্ট দিনে জমিদাতার গিয়ে দেখতে পান সেখানে জেনারেল ম্যানেজার নেই। পরিবর্তে এরিয়া অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। জমি দাতা গ্রামবাসীরা সেখানেই বিক্ষোভ শুরু করে। যদিও শেষ পর্যন্ত জেনারেল ম্যানেজারের একজন প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু সেই আলোচনায় কোন ফল বেরিয়ে আসেনি। ফলে আগামী দিনে চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত তৈরি হয়নি। জমিদাতাদের তাই তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছেন।
জমিদাতাদের একজন জানান
বিক্ষোভের মূলত কারণ হলো জমি হারারা আমাদের কিছু দাবি আছে। জমির পরিবর্তে চাকরি এবং যে জমি রেস্টি করে দেওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি। গত ১৩ তারিখে আমরা এসেছিলাম কিন্তু সেদিন বলা হয়েছিল জিএম স্টেট এর সাথে আপনাদের মিটিং এ বসানো হবে। আমরা আজ আবারো এসেছি। সেই জন্য আমরা বিক্ষোভে বসেছি। আমরা ৩০ জনের মতন আছি প্রায় ৫ বছর যাবত ধরে এই ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি এখনো পর্যন্ত আমাদের দাবি মেটানো হয়নি। যতদিন না পর্যন্ত আমাদের চাকরি এবং জমি রেজিস্ট্রেশন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।