।
লিলটু বাউরি, আসানসোল
পশ্চিম বর্ধমান ছাড়া পুরুলিয়া এবং বাঁকুড়া দুই জেলায় ম্যাজিক হবে মলয় ঘটকের নেতৃত্বে। দাবি শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়ার।
রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনটি জেলার দায়িত্বভার দিয়েছেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়া,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তাই শনিবার সকালে আসানসোলের হটন রোড মোড় সিটি বাসস্ট্যান্ড লাগোয়া। আই এন টি টি ইউ সির শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়ার নেতৃত্বে উল্লাসে মেতে ওঠেন। বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে সকলকে অভিবাদন জানায়।
শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়ার দাবি পশ্চিম বর্ধমানে যেমন উন্নয়ন করেছেন তেমন অন্যান্য জেলাতেও উন্নয়ন করবেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলে যেমন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তেমন পঞ্চায়েত ভোটেও জয়ী হবেন তৃণমূল। পশ্চিম বর্ধমান ছাড়া আবার ম্যাজিক হবে দুই জেলায় মলয় ঘটকের নেতৃত্বে।