ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

প্রকাশ্যে বসছে ঠেক, পুরুষ মহিলা একসাথে খেলছে জুয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সংবাদদাতা, অন্ডাল : প্রকাশ্যে বসছে জুয়ো ঠেক । সেখানে জুয়ো খেলছে পুরুষ, মহিলা-রা একসাথে । ঠেক বন্ধ করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ ।
খাস কাজোরা কোলিয়ার সরিষা ডাঙ্গাল এলাকায় আইসিডিএস সেন্টার সংলগ্ন জঙ্গলে প্রকাশ্যে চলছে জুয়ো-র ঠেক । প্রতিদিন দুপুর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে চলে জুয়ো খেলা । পুরুষদের পাশাপাশি স্থানীয় মহিলারাও একসাথে সেখানে জুয়ো খেলে বলে অভিযোগ । সাম্প্রতিককালে সেখানে বহিরাগত জুয়াড়িদেরও আসা-যাওয়া বেড়েছে । জুয়োর ঠেক নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে রয়েছে ক্ষোভ । তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন না । জুয়াড়িদের ভয়ের কারণেই এই নীরবতা বলে জানান নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যুবক । তিনি বলেন জুয়ো খেলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে । অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ও জুয়োর প্রতি আসক্তি বাড়ছে । সেই সাথে সাম্প্রতিককালে এলাকায় ছোটখাটো চুরি ছিন্তাই এর ঘটনাও বেড়েছে । জুয়ো খেলার কারণেই এসব ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ । ঠেক বন্ধ করার জন্য পুলিশি হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা । যদিও বিষয়টি নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

TAGS

সম্পর্কিত খবর