ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

শ্বশুরের লালসার শিকার শিকার বৌমা

ফ্রেজার গঞ্জে বাড়িতে কেউ না থাকার সুযোগে একাধিক বার বছর ৫০ এর সমরেশ সরদার শ্বশুরের লালসার শিকার হয় বৌমা*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*

*বাইজিদ মণ্ডল ফ্রেজারগঞ্জ:-* শ্বশুরের লালসার শিকার শিকার বৌমা। অবশেষে বৌমার লিখিত অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গ্রেপ্তার করল শশুরকে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে একাধিকবার বৌমাকে কুপ্রস্তাব দিয়েছিল শ্বশুর। সেই প্রস্তাবে বৌমা রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা। কোনরকমে শ্বশুরের হাত থেকে পালিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ফ্রেজারগঞ্জের অমরাবতী এলাকা থেকে শশুর বছর ৫০ এর সমরেশ সরদারকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
অভিযোগ, এর আগেও অনেকবার বৌমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে ধৃত সমরেশ। এমনকি আগেও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় সমরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার বৌমা। যদিও সেই ঘটনায় জামিন পেয়ে গিয়েছিল সমরেশ সরদার। সমরেশের ছেলে কর্মসূত্রে ভিন জেলায় থাকেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিকবার বৌমাকে কুপ্রস্তাব দিত অভিযুক্ত। অত্যাচার চরমে উঠলে সোমবার সমরেশ সরদারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তার বৌমা। লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত সমরেশ সরদারকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। মঙ্গলবার ধৃত সমরেশ সরদারকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

TAGS

সম্পর্কিত খবর