ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

জল নিয়ে দুই পাড়ার মধ্যে ঝামেলা, মারামারি আটক দুই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সংবাদদাতা, অন্ডাল : জল নিয়ে পাশাপাশি দুটি পাড়ার মধ্যে মারামারির ঘটনায় ছড়ালো উত্তেজনা । বৃহস্পতিবার সিদুলি এলাকার ঘটনা । দুজনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার খান্দরা পঞ্চায়েতের সিদুলি গ্রামের বাউরী পাড়ায় ট্যাঙ্কারের জল নেওয়া কে কেন্দ্র করে পার্শ্ববতী বেজ পাড়ার বাসিন্দাদের সাথে বচসা ও মারামারির ঘটনায় এলাকায় ছড়ালো উত্তেজনা । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বাউরি পাড়ায় স্থানীয় মহিলারা জলের ট্যাঙ্কার থেকে জল নেওয়ার সময় ট্যাঙ্কারের উপর উঠে জল নেওয়া শুরু করে পার্শ্ববর্তী বেজ পাড়ার কয়েকজন যুবক । বাউরি পাড়ার মহিলারারা তাদের জল নিতে নিষেধ করলে প্রথমে বচসা ও তারপর হাতাহাতি শুরু হয়ে যায় । বাউরি পাড়ার মহিলাদের অভিযোগ বেজ পাড়ার যুবকরা তাদের মারধর করে । তখনকার মতো বিষয়টি মিটে গেলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এদিন বেলা ১টা নাগাদ দুই পক্ষই গ্রাম পঞ্চায়েত অফিসে জড় হয় । সেখানেও দুপক্ষের মধ্যে মারামারি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান । ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা । খবর পেয়ে আসে বনবহাল ফাড়ির পুলিশ । অশান্তি ও উত্তেজনা ছড়ানোর অভিযোগে বেজপাড়ার দুজন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনাটি ঘিরে এলাকায় এখনো রয়েছে উত্তেজনা ।

TAGS

সম্পর্কিত খবর