সংবাদদাতা, অন্ডাল : জল নিয়ে পাশাপাশি দুটি পাড়ার মধ্যে মারামারির ঘটনায় ছড়ালো উত্তেজনা । বৃহস্পতিবার সিদুলি এলাকার ঘটনা । দুজনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার খান্দরা পঞ্চায়েতের সিদুলি গ্রামের বাউরী পাড়ায় ট্যাঙ্কারের জল নেওয়া কে কেন্দ্র করে পার্শ্ববতী বেজ পাড়ার বাসিন্দাদের সাথে বচসা ও মারামারির ঘটনায় এলাকায় ছড়ালো উত্তেজনা । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বাউরি পাড়ায় স্থানীয় মহিলারা জলের ট্যাঙ্কার থেকে জল নেওয়ার সময় ট্যাঙ্কারের উপর উঠে জল নেওয়া শুরু করে পার্শ্ববর্তী বেজ পাড়ার কয়েকজন যুবক । বাউরি পাড়ার মহিলারারা তাদের জল নিতে নিষেধ করলে প্রথমে বচসা ও তারপর হাতাহাতি শুরু হয়ে যায় । বাউরি পাড়ার মহিলাদের অভিযোগ বেজ পাড়ার যুবকরা তাদের মারধর করে । তখনকার মতো বিষয়টি মিটে গেলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এদিন বেলা ১টা নাগাদ দুই পক্ষই গ্রাম পঞ্চায়েত অফিসে জড় হয় । সেখানেও দুপক্ষের মধ্যে মারামারি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান । ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা । খবর পেয়ে আসে বনবহাল ফাড়ির পুলিশ । অশান্তি ও উত্তেজনা ছড়ানোর অভিযোগে বেজপাড়ার দুজন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনাটি ঘিরে এলাকায় এখনো রয়েছে উত্তেজনা ।