শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৯ তম্ জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার কেশপুরে অনুষ্ঠিত হলো প্রভাত ফেরী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিনাবেড়া গ্রাম হইতে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে খেতুয়া পর্যন্ত একটি মিছিল বের করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার তেজপুর উত্তর মন্ডলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন কেশপুর উত্তর মন্ডল যুব মোর্চা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পান, মন্ডল সভাপতি প্রবীণ হালদার ও বিধানসভার কনভেনার বিভাস রানা। বিশ্ব মহামারী ফলে অন্যান্য বছরের মতো বড়োসড়ো আয়োজন না হলেও, স্বামীজি কে নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা কুইজ কনটেস্ট প্রভাতফেরির মধ্য দিয়েই পালিত হল ১৫৯ তম জন্মজয়ন্তী উদযাপন। গ্রাম্য এলাকায় সাধারণ যুব সমাজ কে স্বামীজীর বিবেক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান যুব মোর্চা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পান। এদিন দুপুরে থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়াও থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবেকানন্দ বিষয়ক ওপেন ক্যুইজ, বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email