ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

দিদির সুরক্ষা কবজ”কর্মসূচিতে অন্ডালে দিনভর ব্যস্ত থাকলেন মন্ত্রী মলয় ঘটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

” ।
সংবাদদাতা, অন্ডাল : “দিদি সুরক্ষা কবজ” কর্মসূচিতে শনিবার অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় দিনভর ব্যস্ত থাকলেন মন্ত্রী মলয় ঘটক । শুনলেন স্থানীয়দের অভাব, অভিযোগ, সমস্যার কথাও ।
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে “দিদির সুরক্ষা কবজ” নামে কর্মসূচিকে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে দলের জনপ্রতিনিধি ও নেতাদের সাথে স্থানীয়দের জনসংযোগ-কে ঝালিয়ে নেওয়া । শনিবার অন্ডাল ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে দিদির দুত হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।‌ এদিন সকাল ন’টায় কর্মসূচির শুরুতে স্থানীয় রক্ষাকালী মন্দিরে পূজো দেন মলয় বাবু । তারপর তিনি গ্রামের বেশ কয়েকজনের বাড়িতে যান । সাথে ছিলেন দলের নির্বাচিত দূতেরা । স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের প্রচারের পাশাপাশি, প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই বিষয়েও জানতে চান মন্ত্রী । এরপর উপস্থিত হন স্থানীয় শ্রীরামপুর জুনিয়র হাই স্কুলে । স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে বৈঠক করেন । স্কুলের কিছু পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে স্কুলের পক্ষ থেকে মন্ত্রীকে কে জানানো হয় । যথাসময়ে সেই সব পরিকাঠামো গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী । এরপর শ্রীরামপুর পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত সদস্যদের সাথে আলোচনায় যোগ দেন মলয় বাবু । কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন দুপুরে ওয়াকসপ কলোনির বাসিন্দা তথা তৃণমূল কর্মী কৌশিক মন্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন মলয় বাবু । বিকেল বেলায় শ্রীরামপুর বাউরীপাড়ায় জনসংযোগ সভা ও তারপর দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভা হয় । সেখানে বক্তা উপস্থিত ছিলেন মলয় বাবু । কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন রাতে মলয় বাবু চঞ্চল দালাল নামে এক কর্মীর বাড়িতে নৈশ আহার ও নিশিযাপন করবেন বলে দলসূত্রে জানানো হয়েছে ।

TAGS

সম্পর্কিত খবর