ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সংবাদদাতা, লাউদোহা : শনিবার সাত সকালে গোগলা পঞ্চায়েতের লস্কর বাঁধ আদিবাসী পাড়ায় হপনা সোরেন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে । মঙ্গল সরেন (২৭) সুমি সোরেন (৩৪) ও সুকুমনি সরেন (৩১) নামে তিনজন অগ্নিদগ্ধ হন । উদ্ধার করে চিকিৎসার জন্য তিনজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন । মঙ্গল সোরেন সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেন লাউদোহা থানায় । মৃত দুই মহিলা সম্পর্কে মঙ্গলের দিদি । গৃহকর্তা হপনা সোরেন জানান ছেলে মঙ্গল অন্যান্য দিনের মতো ডিউটি করে ভোরবেলায় বাড়ি ফিরেছিল । আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম । ফিরে এসে দেখি ঘরের দরজা, ভিতর থেকে বন্ধ । ঘর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল তা দেখে পাড়া-প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকি । দেখি ছেলে ও দুই মেয়ে অগ্নিগদ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে ।

একসাথে তিন জনের মৃত্যু ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া । মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য । স্থানীয় সূত্রে জানা গেছে হপনা সুরেন প্রাক্তন ইসিএল কর্মী । মঙ্গল থানায় সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করতেন । মৃত সুকুমনি সোরেন নার্সের কাজের সাথে যুক্ত ছিলেন ।থাকতেন কলকাতায় । কয়েকদিন আগেই তিনি কলকাতা থেকে বাড়ি এসেছিলেন । বাড়িতে ছিল না কোন আর্থিক অনটন । পাড়া-প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক সবার ভালো ছিল । সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল মঙ্গলের । আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোন কারণ, তা নিয়ে নিয়ে ধন্দ্বে পাড়া প্রতিবেশীরা । এদিন দেহগুলির ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । ঘটনা তদন্ত শুরু হয়েছে । ময়নাতন্ত্রের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান লাউদোহা থানার এক আধিকারিক ।

TAGS

সম্পর্কিত খবর