।
সংবাদদাতা, লাউদোহা : শনিবার সাত সকালে গোগলা পঞ্চায়েতের লস্কর বাঁধ আদিবাসী পাড়ায় হপনা সোরেন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে । মঙ্গল সরেন (২৭) সুমি সোরেন (৩৪) ও সুকুমনি সরেন (৩১) নামে তিনজন অগ্নিদগ্ধ হন । উদ্ধার করে চিকিৎসার জন্য তিনজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন । মঙ্গল সোরেন সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেন লাউদোহা থানায় । মৃত দুই মহিলা সম্পর্কে মঙ্গলের দিদি । গৃহকর্তা হপনা সোরেন জানান ছেলে মঙ্গল অন্যান্য দিনের মতো ডিউটি করে ভোরবেলায় বাড়ি ফিরেছিল । আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম । ফিরে এসে দেখি ঘরের দরজা, ভিতর থেকে বন্ধ । ঘর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল তা দেখে পাড়া-প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকি । দেখি ছেলে ও দুই মেয়ে অগ্নিগদ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে ।
একসাথে তিন জনের মৃত্যু ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া । মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য । স্থানীয় সূত্রে জানা গেছে হপনা সুরেন প্রাক্তন ইসিএল কর্মী । মঙ্গল থানায় সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করতেন । মৃত সুকুমনি সোরেন নার্সের কাজের সাথে যুক্ত ছিলেন ।থাকতেন কলকাতায় । কয়েকদিন আগেই তিনি কলকাতা থেকে বাড়ি এসেছিলেন । বাড়িতে ছিল না কোন আর্থিক অনটন । পাড়া-প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক সবার ভালো ছিল । সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল মঙ্গলের । আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোন কারণ, তা নিয়ে নিয়ে ধন্দ্বে পাড়া প্রতিবেশীরা । এদিন দেহগুলির ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । ঘটনা তদন্ত শুরু হয়েছে । ময়নাতন্ত্রের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান লাউদোহা থানার এক আধিকারিক ।