ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি মৌচাকে ঢিল মেরেছেন, বললেন সুকান্ত মজুমদার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সার্থক কুমার দে,অন্ডাল : রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় বিচারপতি মৌচাকে ঢিল মেরেছেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুক্রবার অন্ডাল বিমানবন্দরে একথা বলেন তিনি ।
শুক্রবার বীরভূমের সিউড়ির জনসভায় যোগ দিতে দিল্লি থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা । স্বরাষ্ট্রমন্ত্রী কে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংসদ সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতারা । দিল্লি থেকে বিমানে করে বারোটা চল্লিশ মিনিটে অন্ডাল বিমানবন্দরের নামেন অমিত শা । বিমানবন্দরে ভিতরে তাকে স্বাগত জানাতে আসা দলীয় নেতাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী । ১২:৫৫ মিনিট নাগাদ বিশেষ চপারে করে স্বরাষ্ট্রমন্ত্রী পাড়ি দেন বীরভূমের সিউরি-র উদ্দেশ্যে । বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের একাংশের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী । সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসাটা স্বাভাবিক কারণ তিনি দুর্নীতিতে অভিযুক্ত । দুর্নীতির আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ তদন্তকারীদের কাছে আছে বলে মন্তব্য করেন সুকান্ত বাবু । পাশাপাশি জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় মৌচাকে ঢিল মেরেছেন । রাজ্যের মানুষ বিচারপতির সাথে আছে । তার ভয় পাওয়ার কোন কারণ নেই । বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন বিচারপতি প্রসঙ্গে কুনাল বাবুর মন্তব্য আদালত অবমাননার সমান । যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের জেল হওয়া উচিত ।

TAGS

সম্পর্কিত খবর