রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: এবার সরকারি গ্রন্থাগারের মধ্যেই তৃণমূলের কর্মীসভার অভিযোগ উঠলো আসানসোল পৌরনিগমের অন্তর্গত-১৯ নম্বর ওয়ার্ডে। জানা গেছে কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর এলাকার এক সরকারি গন্থাগারের মধ্যেই অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। আর যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আর এদিনের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী। আর সরকারি গ্রন্থাগার দখল করে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা শিবদাস রায় বলেন, এই গন্থাগার টি এখনো উদ্বোধন হয়নি। যদিও এই গন্থাগার টি তৎকালীন আসানসোল পৌরনিগোমের মেয়র জিতেন্দ্রতেওয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছিলেন। আর এর পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে এলাকার বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, যে এই গন্থাগার তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারি উদ্বোধন করেছিলেন। আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন যে সরকারি সংস্থায় কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবেনা, কোন দলের ঝান্ডা লাগানো যাবেনা। সেখানে শাসক দলের ঝান্ডা লাগিয়ে কর্মীসভাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও তৃণমূল নেতা শিবদাস রায় বলেন, এই বিষয়ে যে এই গন্থাগারটি এখনো উদ্বোধন
হয়নি এবং এই কর্মীসভা সামনে পৌরনির্বাচন তাই এই কর্মীসভা। যদিও তিনি ক্যামেরার সামনে বলেন, এই কর্মীসভাটি গন্থাগারে করার জন্য আসানসোল পৌরনীগম থেকে অনুমতি নিয়ে করা হয়েছে।