ভিডিও

আগুনের ছাইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা,পাশে বিধায়ক

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি :-

দুষ্কৃতীদের লাগানো আগুনে রাস্তার পাশে দোকান পুড়ে ছাই,মাথায় হাত দুঃস্থ দোকান মালিকের।গোটা ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তার উত্তর খুঁজেছে পুলিশ।কারণ এই দোকানে বিদ্যুতের কোন সংযোগ ছিল না।তাই পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান কেউ বা কারা এই চায়ের দোকানে আগুন লাগিয়ে থাকতে পারেন।এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও শাসক দলের স্থানীয় নেতৃত্ব। দোকানের মালিকের পাশে দাঁড়ানো আশ্বাস দিয়েছেন বিধায়ক।যেখানে এক বেকার যুবক কাজল বাউরি তার ছোট্ট চায়ের দোকান চালিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার উদ্যোগী হচ্ছে, সেখানে এইভাবে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমত হতাশা ওই যুবক।যেই বা যারাই এই কাজ করে থাকুক পুলিশ তাদের খুঁজে বের করুক এই দাবি জানিয়েছেন তিনি।তবে বিধায়ক এই যুবকের এই পরিস্থিতিতে পাশে দাঁড়ানোই অনেকটাই ফের ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে ওই যুবক।তবে শেষ পাওয়া খবর এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

TAGS

সম্পর্কিত খবর