ভিডিও

সালানপুর ব্লকে সহায়তা শিবির পরিদর্শন বিধায়ক বিধান উপাধ্যায়ের:

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

একশো দিনের কাজের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবির শুরু হয়েছে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে।কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দেবে এই ঘোষণা করতেই বিভিন্ন পঞ্চায়েত দফতরে সামনে তৃণমূল কংগ্রেসের তরফে ফর্ম ফিলাপ শুরু হয়েছে।আজ সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েত,রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত, উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত ও আছড়া গ্রাম পঞ্চায়েতের সামনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে যে সহায়তা কেন্দ্র করা হয়েছে তা নিজে গিয়ে পরিদর্শন করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তিনি জানান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত ১৮ তারিখ থেকে শুরু করে ২৫ তারিখ পর্যন্ত সহায়তা কেন্দ্র করা হবে।যারা ১০০ দিনের কাজ করেছে কেন্দ্রীয় সরকার সেই টাকা তাদেরকে দেয়নি তবে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে মার্চের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে,সেটাই আমরা দেখাশোনা করছি। যাতে যে সমস্ত গরিব মানুষরা কাজ করেছিল তারা যাতে বাদ না পড়ে যায়।তার জন্য এই সহায়তা কেন্দ্র।কারণ নোংরা রাজনীতি করে কেন্দ্র সরকার গরীব মানুষের টাকা দিচ্ছে না।কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে পূনরায় ক্ষমতায় এনেছে।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়েছেন গবীর মানুষের টাকা ফেরত দেওয়ার।আর কেন্দ্র সরকারের এই নোংরা রাজনীতির জবাব দেবে সাধারণ মানুষ।

TAGS

সম্পর্কিত খবর