ভিডিও

সালানপুর ব্লকের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে সালানপুর তৃণমূল কংগ্রেস

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

আসানসোলে ঘন কুয়াশার দাপট।তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।সকাল থেকেই কষ্টের মধ্যেও পরীক্ষা
কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌচ্ছায়।
সালানপুর ব্লকের মধ্যে চারটি পরীক্ষা কেন্দ্র।আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন, আছড়া রাই বলরাম গার্লস হাইস্কুল,কল্যাণেশ্বরী হাইস্কুল এবং কস্তুরবা গান্ধী হাইস্কুল এই চারটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় বসছে ১২৫৪ জন পরীক্ষার্থী।এদের মধ্যে ৫৬১ জন ছাত্র এবং ৬৯৩ জন ছাত্রী পরীক্ষার্থী রয়েছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশের কড়া নজরদারি।
এদিন পরীক্ষা শুরুর আগেই ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রেই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় নির্দেশ মত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল ও কলম দিয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।এদিন নিজে উপস্থিত থেকে পরীক্ষাথীদের শুভেচ্ছা জানান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা।এদিন মহম্মদ আরমান জানান এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ধাপ।তাই সমস্ত পরীক্ষাথীদের অনেক শুভেচ্ছা।তাছাড়া আজ বিধায়কের নির্দেশমত পেন ও ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।এদিন ভোলা সিং জানান ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে।যদি কারও কোনো অসুবিধা হয় তাদের পাশে আমরা রয়েছি।

TAGS

সম্পর্কিত খবর