কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা,সালানপুর:-
ষষ্ঠী রাতে প্রায় ১১টা নাগাদ দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো আছড়ার বাসিন্দা আকাশ মন্ডলের এবং গুরুতর আহত তিনজন যুবক।ঘটনাটি ঘটে রূপনারায়ণপুর সামডি রোড আমডাঙ্গা মোড়ে।আহত তিন জনের নাম কুসুমকানালির বাসিন্দা উজ্জল কর্মকার ও আমডাঙ্গা বাগচি মোড়ের সন্তোষচ্যাটার্জী এবং পিঠাকেয়ারির রাহুল পাল। জানা যায় ষষ্ঠীর রাতে প্রায় এগারোটা নাগাদ আমডাঙ্গা দূর্গা মন্ডপ থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফির ছিলেন উজ্জল কর্মকার ও সন্তোষ চ্যাটার্জী।সেই সময় উল্টো দিক থেকে আসা আকাশ মণ্ডল ও রাহুল পালের মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের।সঙ্গে সঙ্গে ছুটে যান পুজো কমিটির সদস্যরা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে।তড়িঘড়ি আহত দের নিয়ে যাওয়া হয় পিঠাকিয়ারীর স্বাস্থ্যকেন্দ্র। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।সেখানে চিকিৎসক আকাশ মন্ডলকে মৃত বলে ঘোষণা করে।তাছাড়া জানা যায় সন্তোষ চ্যাটার্জীর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং আশঙ্কা জনক অবস্থায় রয়েছে উজ্জ্বল কর্মকার। অন্যদিকে রাহুল পালকে কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।