ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

রাজেশ বাউরির হত্যাকাণ্ডের পূর্ণ নির্মাণ করলো সালানপুর থানার পুলিশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

নির্ভীক বাংলা, কৌশিক মুখার্জি,সালানপুর:-

শনিবার সালানপুর জেমারি গ্রামের বাসিন্দা রাজেশ বাউরি খুনের ঘটনার পূর্ণ র্নিমাণ করলো সালানপুর থানার পুলিশ।শনিবার দিন সকালে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি পুলিশের দলবল নিয়ে রাজেশের খুনে জড়িত থাকা অমিত বাউরি,ভাদু বাউরি ও পদ্মাবতী সোরেন তিনজন আসামিকে নিয়ে হত্যাকাণ্ডের পূর্ন নির্মাণ করেন।প্রথমে তিনজন আসামীকে নিয়ে যাওয়া হয় মুচিডির চেক ড্যাম্পে সেখানে উদ্ধার হয় খুনের সময় ব্যাবহৃত রড।তারপর আসামিদের নিয়ে যাওয়া হয় কাশিডাঙ্গার জঙ্গলে সেখানে কোন স্থানে তার বস্তাবন্দী দেহ গর্তের ভিতরে চাপা হয় তার পূর্ণ নির্মাণ করা হয়।তারপর নিয়ে যাওয়া হয় জেমারীর প্রমীলা এবং ফেমাস নার্সারির কাছে সেখানে রাজেশ বাউরিকে কিভাবে খুন করা হয়েছে তার পূর্ননির্মাণ করে দেখানো হয়। কিভাবে রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তারপর কিভাবে তার মৃত্যু হয় সেইসব নাটকের মাধ্যমে পুলিশের কাছে দেখানো হয়।রাজেশ বাউরির মোটর সাইকেলটি আল্লাডি মোড় সংলগ্ন একটি চানকে ফেলে দেওয়া হয় তারও পুনরনির্মাণ করে দেখানো হয়।পুলিশ সূত্রে জানা যায় অবৈধ সম্পর্কের টানা পোড়েনের কারণেই রাজেশ বাউরিকে খুন হতে হয়।

TAGS

সম্পর্কিত খবর