সংবাদদাতা, অন্ডাল : পুকুর ভরাট করে চলছিল নির্মাণ কাজ । প্রতিবাদের সরব স্থানীয়রা । অভিযোগ পেয়ে পদক্ষেপ নিল প্রশাসন । বন্ধ করে দেওয়া হল নির্মাণ কাজ । পদক্ষেপে খুশি স্থানীয়রা ।
অন্ডাল গ্রাম পঞ্চায়েতের ১৭- নম্বর সংসদের নর্থ বাজার এলাকায় চলছিল পুকুর ভরাট করে নির্মাণ কাজ । স্থানীয় সূত্রে জানা গেছে নর্থ বাজারের মেম সাহেব ব্যারাক সংলগ্ন এলাকায় রয়েছে হাজরা গড়ে নামে একটি পুকুর । আগে পুকুরটির মালিকানা ছিল কাজোরা গ্রামের হাজরা পরিবারের । বর্তমানে সেটি খাস বলে উল্লেখ রয়েছে সরকারি নথি তে । বেশ কিছুদিন ধরেই পুকুর পাড়ে ফেলা হচ্ছিল মাটি ও চারকোল । ধীরে ধীরে বুঝানো হচ্ছিল পুকুরটি । পুকুরটির ভরাটের অভিযোগ উঠেছে পুকুর পাড়ের বাসিন্দা দশরথ সেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বেশ কিছুদিন মাটি ফেলে পুকুরের একাংশ ভরাটের পর সেখানে সম্প্রতি শুরু হয়েছিল পিলার তৈরির কাজ । ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হন । পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দারা সোমবার স্মারকলিপি দেন অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্ডালের বিডিওকে । বাসিন্দাদের পক্ষে বাবলু গড়াই, মনোজ গুপ্তা-রা জানান হাজরা পুকুরটি এলাকার একমাত্র বড় পুকুর । পুকুরটি ভরাট করা হলে এলাকায় জল সংকট দেখা দেবে । আগুন লাগার ঘটনা ঘটলে জল পাওয়া যাবেনা । নষ্ট হবে এলাকায় জলের সোর্স । তাই পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পঞ্চায়েত ও বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তারা ।
অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে জানান বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । ভেঙ্গে ফেলা হয়েছে পুকুর ভরাট করে নির্মাণ করা পিলার গুলি । অভিযুক্তকে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে । তিনি এই কাজ না করলে পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুরটি সংস্কার করা হবে বলে জানান সুধীন বাবু । অন্ডাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদ, তারাপ্রসাদ মুখার্জী বুধবার জানান অভিযোগ পেয়ে পঞ্চায়েত ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে । অভিযুক্ত দশরথ সেন কে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে । ফের পুকুর ভরাটের চেষ্টা করলে অভিযুক্তের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা প্রসাদ বাবু ।