ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

পুকুর ভরাটের অভিযোগ, পদক্ষেপ নিল প্রশাসন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সংবাদদাতা, অন্ডাল : পুকুর ভরাট করে চলছিল নির্মাণ কাজ । প্রতিবাদের সরব স্থানীয়রা । অভিযোগ পেয়ে পদক্ষেপ নিল প্রশাসন । বন্ধ করে দেওয়া হল নির্মাণ কাজ । পদক্ষেপে খুশি স্থানীয়রা ।

অন্ডাল গ্রাম পঞ্চায়েতের ১৭- নম্বর সংসদের নর্থ বাজার এলাকায় চলছিল পুকুর ভরাট করে নির্মাণ কাজ । স্থানীয় সূত্রে জানা গেছে নর্থ বাজারের মেম সাহেব ব্যারাক সংলগ্ন এলাকায় রয়েছে হাজরা গড়ে নামে একটি পুকুর । আগে পুকুরটির মালিকানা ছিল কাজোরা গ্রামের হাজরা পরিবারের । বর্তমানে সেটি খাস বলে উল্লেখ রয়েছে সরকারি নথি তে । বেশ কিছুদিন ধরেই পুকুর পাড়ে ফেলা হচ্ছিল মাটি ও চারকোল । ধীরে ধীরে বুঝানো হচ্ছিল পুকুরটি । পুকুরটির ভরাটের অভিযোগ উঠেছে পুকুর পাড়ের বাসিন্দা দশরথ সেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বেশ কিছুদিন মাটি ফেলে পুকুরের একাংশ ভরাটের পর সেখানে সম্প্রতি শুরু হয়েছিল পিলার তৈরির কাজ । ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হন । পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দারা সোমবার স্মারকলিপি দেন অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্ডালের বিডিওকে । বাসিন্দাদের পক্ষে বাবলু গড়াই, মনোজ গুপ্তা-রা জানান হাজরা পুকুরটি এলাকার একমাত্র বড় পুকুর । পুকুরটি ভরাট করা হলে এলাকায় জল সংকট দেখা দেবে । আগুন লাগার ঘটনা ঘটলে জল পাওয়া যাবেনা । নষ্ট হবে এলাকায় জলের সোর্স । তাই পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পঞ্চায়েত ও বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তারা ।

অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে জানান বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । ভেঙ্গে ফেলা হয়েছে পুকুর ভরাট করে নির্মাণ করা পিলার গুলি । অভিযুক্তকে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে । তিনি এই কাজ না করলে পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুরটি সংস্কার করা হবে বলে জানান সুধীন বাবু । অন্ডাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদ, তারাপ্রসাদ মুখার্জী বুধবার জানান অভিযোগ পেয়ে পঞ্চায়েত ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে । অভিযুক্ত দশরথ সেন কে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে । ফের পুকুর ভরাটের চেষ্টা করলে অভিযুক্তের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা প্রসাদ বাবু ।

TAGS

সম্পর্কিত খবর