নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি কুলটি: কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির কে ঘিরে বিশৃঙ্খলার পরে শুক্রবার ২ ডিসেম্বর এক প্রেস বিবৃতি জারি করা হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে । শুক্রবার কুলটি কলেজের সামনে এই প্রেস বার্তাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাইফ খান দাবি করেন , সেদিনের রক্তদান শিবির কোন রাজনৈতিক দলের নয়, কলেজ কর্তৃপক্ষ এই শিবিরের আয়োজন করেছিলেন। তিনি এদিন একটি মেইল এর প্রতিলিপি ও রক্তদান শিবিরের আমন্ত্রণপত্র তুলে ধরে এই দাবি করেছেন পাশাপাশি সেদিনের রক্তদান শিবির কে ঘিরে তাদের ছেলেদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ২৯ তারিখ রক্তদান শিবির কে কেন্দ্র করে এসএফআই ও টিএমসিপি ছাত্রদের মধ্যে বচশা তৈরি হয়েছিল ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে বামফ্রন্টের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কুলটি থানায় বিক্ষোভ দেখানো হয়েছিল শুক্রবার সেই ঘটনার কথা তুলে ধরে রক্তদান শিবিরটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছিল বলে দাবি জানান সাইফ খান।