ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সার্থক কুমার দে, অন্ডাল : চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক । ধৃত ব্যাক্তির নাম শ্যামাপদ দত্ত । শুক্রবার অভিযুক্তকে পেশ করা হয় দুর্গাপুর আদালতে ।
খনি সংস্থা ই সি এল এ চাকরি করে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছে টাকা নিয়েছিলেন উখড়া গ্রামের পাঠক পাড়ার বাসিন্দা রঞ্জিত মন্ডল নামে প্রাক্তন এক খনি কর্মী । বেশ কয়েক কোটি টাকা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি নিয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে বলে অভিযোগ । কিন্তু প্রতিশ্রুতি মতো কারও চাকরি হয়নি । টাকাও ফেরত দেননি কেউ । টাকা ফেরত চেয়ে তার উপর চাপ বাড়তে থাকে । এমন অবস্থায় বছর দুয়েক আগে প্রতারক রঞ্জিত মন্ডল স্ত্রীকে নিয়ে উখরার বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান । গা ঢাকা দেন অন্যত্র । প্রতারিতদের মধ্যে জনৈক এক ব্যক্তি রঞ্জিত মন্ডলের নামে অন্ডাল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন । বৃহস্পতিবার তদন্তের স্বার্থে অভিযুক্তের মেয়ের জামাই স্থানীয় সন্ন্যাসী কালীতলার বাসিন্দা শ্যামাপদ দত্ত-কে পুলিশ গ্রেফতার করে । অভিযুক্তর সাথে মেয়ে ও জামাই শ্যামাপদ-র যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর । যদিও অভিযুক্তের সাথে তার কোন যোগাযোগ নেই বলে দাবি করেন শ্যামাপদ বাবু ।অভিযুক্তের নাগাল পেতে ই শ্যামাপদ বাবুকে গ্রেফতার করা হয়েছে বলে এক তদন্তকারী জানান । ধৃত-কে আজ শুক্রবার দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে পুলিশ ।‌ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে হেফাজতের আবেদন জানানো হবে বলে অন্ডাল থানার এক আধিকারিক জানান ।

TAGS

সম্পর্কিত খবর