।
সার্থক কুমার দে, অন্ডাল : চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক । ধৃত ব্যাক্তির নাম শ্যামাপদ দত্ত । শুক্রবার অভিযুক্তকে পেশ করা হয় দুর্গাপুর আদালতে ।
খনি সংস্থা ই সি এল এ চাকরি করে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছে টাকা নিয়েছিলেন উখড়া গ্রামের পাঠক পাড়ার বাসিন্দা রঞ্জিত মন্ডল নামে প্রাক্তন এক খনি কর্মী । বেশ কয়েক কোটি টাকা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি নিয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে বলে অভিযোগ । কিন্তু প্রতিশ্রুতি মতো কারও চাকরি হয়নি । টাকাও ফেরত দেননি কেউ । টাকা ফেরত চেয়ে তার উপর চাপ বাড়তে থাকে । এমন অবস্থায় বছর দুয়েক আগে প্রতারক রঞ্জিত মন্ডল স্ত্রীকে নিয়ে উখরার বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান । গা ঢাকা দেন অন্যত্র । প্রতারিতদের মধ্যে জনৈক এক ব্যক্তি রঞ্জিত মন্ডলের নামে অন্ডাল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন । বৃহস্পতিবার তদন্তের স্বার্থে অভিযুক্তের মেয়ের জামাই স্থানীয় সন্ন্যাসী কালীতলার বাসিন্দা শ্যামাপদ দত্ত-কে পুলিশ গ্রেফতার করে । অভিযুক্তর সাথে মেয়ে ও জামাই শ্যামাপদ-র যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর । যদিও অভিযুক্তের সাথে তার কোন যোগাযোগ নেই বলে দাবি করেন শ্যামাপদ বাবু ।অভিযুক্তের নাগাল পেতে ই শ্যামাপদ বাবুকে গ্রেফতার করা হয়েছে বলে এক তদন্তকারী জানান । ধৃত-কে আজ শুক্রবার দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে হেফাজতের আবেদন জানানো হবে বলে অন্ডাল থানার এক আধিকারিক জানান ।