–
নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি কুলটি:-
বুধবার সকালে কল্যানেশ্বরী অঞ্চলে স্থিত পৌরনিগমের গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো ২২তম বোর্ডমিটিং,যেখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,অভিজিৎ ঘটক,চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ।এদিন মিটিং এ এলাকার উন্নয়ন মূলক কাজের প্রসঙ্গে আলোচনা হয়।এবং বিগত কয়েক বছর ধরে পড়ে থাকা পৌরনিগমের শৌচালয় সহ গেস্ট হাউসকে পিপিপি মডেলে তৈরি করার
জন্য কাজের শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায়।যার নাম দেওয়া হয় মা কল্যানেশ্বরী অতিথি নিবাস।এদিন শিল্যানাস অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র সহ পৌরনিগমের চেয়ারম্যান ও কাউন্সিলাররা।এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন বিগত কয়েক বছর ধরে এই গেস্ট হাউস পড়েছিল।তাই তাকে পিপিপি মডেলে তৈরি করা হবে।পাশাপাশি প্রতি বছরের মত এই বছরও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।