কৌশিক মুখার্জি, নির্ভীক বাংলা,সালানপুর:-
সালানপুর এরিয়ার ইসিএলের বনজেমারী কোলিয়ারির কয়লা খনির ভিতরে
পোকল্যান গাড়িতে ভয়াবহ আগুন।জানা যায় আজ সকালে পোকল্যান গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রণে আনতে ইসিএলের ট্যাংকারে করে জল দেওয়ার কাজ শুরু হয়েছে।জানা যায় বেসরকারি কোম্পানি ডেকোর দ্বারা এই খনিতে কয়লা উত্তলন করা হয়।আর এই পোকল্যান গাড়ি ওই কোম্পানির বলে জানা যায়।তবে প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লাগে।ঘন্টা খানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।