কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা:নিয়ামতপুরে রামনবমীর উপলক্ষে বিশাল পদযাত্রা উপস্থিত বিজেপির দুই বিধায়ক এবং আসানসোল পৌর নিগমের এম আই সি।
দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলাতে ও সমারোহে পালিত হচ্ছে রামনবমী উৎসব। সেই দৃশ্য দেখা মিলল কুলটি বিধানসভার নিয়ামতপুরে যেখানে রামনবমীর উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এক বিশাল পদযাত্রা রেলীর আয়োজন করা হলো । এই পদযাত্রাটি পুরো নিয়ামতপুর এলাকার পরিক্রমা করে।যেখানে মুক্তির উপর উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল , কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার , আসানসোল পৌরনিগম এর মেয়র পারিষদে সদস্য ইন্দ্রানী মিশ্র , আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি সহ পুলিশ ফোর্স।বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে এই পাদযাত্রাটি রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় বলে যানা যায়।