।
সংবাদদাতা, অন্ডাল ; মঙ্গলবার দক্ষিণখন্ড গ্রামের ধর্মরাজ তলায় উদ্বোধন হলো একটি অত্যাধুনিক মাল্টি জিম কেন্দ্রের । স্থানীয় পল্লী উন্নয়ন সমিতির প্রচেষ্টায় এই জিমটি গড়ে ওঠে । জিমটিতে খরচ হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা । রয়েছে, শরীরচর্চার জন্য অত্যাধুনিক সরঞ্জাম । এদিন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি ও অংশু সিং । পল্লী উন্নয়ন সমিতির সভাপতি নিত্যানন্দ মুখার্জি ও সম্পাদক কৌশিক মন্ডল জানান এখানে কোন জিম না থাকাই এখানকার ছেলেরা শরীর চর্চার সুযোগ পেত না । এ কথা মাথায় রেখেই অত্যাধুনিক জিমটি তৈরি করা হয়েছে ।