সংবাদদাতা, অন্ডাল : শনিবার মুকুন্দপুর বাউরীপাড়া এলাকায় কুয়ো থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ । মৃতের নাম হয়রানি বাউরি (৫৫) । দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
শনিবার মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়া এলাকায় একটি কুয়ো থেকে উদ্ধার হল হায়রানি বাউরী নামে এক বৃদ্ধের মৃতদেহ । এদিন সকালে স্থানীয়রা পাড়ার কুয়ো তে জল আনতে গেলে মৃতদেহটি ভাসতে দেখেন । খবর দেওয়া হয় মৃতার আত্মীয় ও পুলিশকে । পড়ে আসে দমকল কর্মীরা । দমকল কর্মীরা মৃত দেহটি উদ্ধার করে । ময়না তদন্তের জন্য মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । মৃতের ভাইপো অক্ষয় বাউড়ি জানান হায়রনি দেবী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন । চিকিৎসার জন্য তাকে এখানে রাখা হয়েছিল । মৃত্যুর কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।