।
নির্ভীক বাংলা,অন্ডাল 21শে ফেব্রুয়ারী: আজ, 21শে ফেব্রুয়ারী, অন্ডালের কেশরী ম্যারেজ হলে রিপাবলিকান কারিগর অ্যাসোসিয়েশন দ্বারা সফলভাবে আন্তর্জাতিক ভাষা দিবসের আয়োজন করা হয়েছিল। প্রথমে মাতৃভাষা দিবসের সাথে সম্পৃক্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন ভাষার বক্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ রিপাবলিকান শিল্পী সংঘ অন্ডল আঁচল কমিটির সভাপতি বৈদ্যনাথ গুপ্ত ও সম্পাদক সুদীপ্ত শেখর দাস। এ সময় বিভিন্ন কবি কবিতা আবৃত্তি করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক কুমার, অরুণ কিরণ চ্যাটার্জি, ধানুশধারী রায়, বিজয় ঠাকুর, মুনির শামী, সনৎ নন্দন, আফজাল রাহবার, ফয়েজ আহমেদ, আফজাল আনসারি, জাভেদ খান প্রমুখ।