কৌশিক মুখার্জি,সালানপুর:-
নিজের নৌকাকে বাঁচাতে গিয়ে মাইথনের জলাধরে তলিয়ে গেলো নৌকাচালক বাথনবাড়ি গ্রামের বাসিন্দা সুলেমান আনসারি(৬০)।ঘটনা সম্পর্কে জানা যায় শনিবার দুপুরে নৌকাতে করে যাত্রীদের সঙ্গে নিয়ে টাপুর দিকে রওনা দিয়েছিলেন নৌকাচালক সুলেমান আনসারি।যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে নিজে মাইথন জলাধারে স্নান করছিলেন হটাৎ জলাধারের গতি দ্রুত হওয়ার ফলে নৌকা খুলে যায় ও নৌকা জলের উপর ভাসতে থাকে।নৌকাকে বাঁচাতে নিজে জলাধারে ঝাঁপ মারে সুলেমান আনসারি।তখন থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি।উদ্ধার কাজে লেগেছে স্থানীয় নৌকাচালক সহ কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।জানা যায় এক নামে সুলেমান আনসারিকে সবাই চিনতেন।তার নামে মাইথন জলাধারের পাশে রয়েছে পার্ক।তিনি এলাকায় পাহাড়ি বাবা নামেও পরিচিত ছিলেন।ব্যাক্তিগত ভাবে তিনি এলাকায় ভালো মানুষরূপে পরিচিত ছিলেন।খবর লেখা পর্যন্ত মাইথন জলাধারের মধ্যে তল্লাশি চলাচ্ছে নৌকা চালকরা ও পুলিশ।