ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের মহা মিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সংবাদদাতা, অন্ডাল : কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার মহা মিছিল করল বামেরা । পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হলে জনগণ প্রতিরোধ করবে বলে জানান মিছিলে উপস্থিত বাম নেতৃত্ব ।

রবিবার বিকেলে অন্ডাল ব্লকের দক্ষিণখন্ড থেকে উখরা-র চনচনি পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা জুড়ে মহা মিছিল করলো বামেরা । মিছিলে প্রায় ৮০০ থেকে হাজার খানেক বাম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি করেন বাম নেতারা । বিকেল সাড়ে চারটে নাগাদ মিছিলটি শুরু হয় দক্ষিণখন্ড থেকে । শেষ হয় উখরার চনচনি পেট্রোল পাম্প এর কাছে । মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, প্রবীর মন্ডল, অঞ্জন বকশী সহ অন্যরা ‌। অঞ্জন বাবু জানান রাজ্য সরকারের দুর্নীতি, ১০০ দিনের কাজ ও বকেয়া মজুরি, স্বচ্ছ আবাস তালিকা প্রকাশ, বিজেপি সরকারের সম্প্রদায়িকতা ও কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে মিছিল করা হয় এদিন । সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আসল রূপ জনগণ বুঝতে পারছেন । কেন্দ্রের বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করে মূল্যবৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলিকে আড়াল করার চেষ্টা করছে । আর এই রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতির সরকারের পরিণত হয়েছে । তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এ দিনের মিছিল বলে গৌরাঙ্গ বাবু জানান ।পাশাপাশি তিনি বলেন এবার পঞ্চায়েত ভোটে শাসকদল সন্ত্রাস করার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে ।

TAGS

সম্পর্কিত খবর