লিলটু বাউরি, আসানসোল
পরিত্যাক্ত খোলামুখ খনিতে কয়লা তুলতে গিয়ে দুইজনের মৃত্যু। ঘটনাটি ঘটে বাঁশড়ার খোলামুখ খনিতে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানীগঞ্জের নারায়ণকুড়ির পর এবার রানীগঞ্জের ইসিএলের বন্ধ বাঁশড়া খোলামুখ খনির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু হল দুইজনের। অভিযোগ কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। এই ঘটনার ফলে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে খনি চত্বরে পৌঁছায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, এছাড়াও স্থানীয় সিপিএমের শ্রমিক ইউনিয়নের নেতারা এবং তৃণমূল নেতৃত্বরা। অভিযোগ রানীগঞ্জের ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার বন্ধ বাঁশড়া খোলামুখ খনিতে রবিবার রাতে কয়লা তুলতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বাসিন্দা। কয়লা খোঁড়ার সময় খনিতে ধস নামে এবং সেই ধস এ চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর মৃত দুজনের নাম বিনোদ ভূঁইয়া, ও রাজেশ তুরি। তাই নয় এই ঘটনায় আরো দুজন গুরুতরভাবে জখম হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহতদের নাম রাম প্রবেশ বার্নোওয়াল, ও কারু ভূঁইয়া। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর সকাল থেকেই বিষয়টি জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীরা খনি দপ্তরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে।
অন্যদিকে এই ঘটনার পরে রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে। সিপিএমের স্থানীয় নেতা সুপ্রিয় রায় ও বাম কর্মীরা দলীয় পতাকা নিয়ে খনি চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি বিক্ষোভ দেখায় তৃণমূলও। অন্যদিকে খনি চত্বরে এবং এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। যদিও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।