নির্ভীক বাংলা কৌশিক সালানপুর:-
রূপনারায়নপুরে জেনেরিক মেডিসিন শুরু করলো রূপনারায়নপুরের লাইফ লাইন মেডিকেল হাউস। যেখানে এই মেডিসিনের দ্বারা বহু গরীব মানুষ লাভবান হতে চলেছে। কারণ প্রতিটি ওষুধে শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ কম দামে সাধারণ মানুষ হাতে ঔষধ পাবে রূপনারায়নপুর লাইফ লাইন মেডিকেল হাউসে।আর সেই দোকানের আজ প্রদীপ প্রজ্জ্বল করে শুভ উদ্বোধন করলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু, সঙ্গে উপস্থিত ছিলেন দোকানের কর্ণধার সুকান্ত ভৌমিক।এদিন সুকান্ত ভৌমিক জানান টাটা কোম্পানি গরীব মানুষের কথা ভেবেছেন।তাই জেনেরিক মিডিসিন গ্রামাঞ্চলে পাঠিয়ে দিয়েছেন।মানুষ সামান্য টাকায় ওষুধ পাবেন।