ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

উখরাতে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সংবাদদাতা, অন্ডাল : জল পড়ছে না কলে, পর্যাপ্ত পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ । শুক্রবার উখরা আনন্দ মোড়ে-র ঘটনা । উপপ্রধানের প্রতিশ্রুতিতে উঠে অবরোধ ।

গরম পড়তে উখড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট । কোথাও কল আছে তাতে জল পড়ে না, আবার কোথাও কলে জল আসে অনিয়মিত । স্থানীয় পাঠকপাড়া ও পার্শ্ববর্তী চ্যাটার্জী রুইদাস পাড়াতে সপ্তাহখানে ধরে কলে জল পড়ছে না বলে অভিযোগ । পকেটের টাকা খরচ করে অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বলে জানান পাড়ার বাসিন্দারা । কলে নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার বেলা দশটা নাগাদ উখড়া-সরপি রোডের আনন্দমোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট পাড়ার বাসিন্দাদের একাংশ । বিক্ষোভ চলে বারোটা পর্যন্ত । অবরোধের ফলে তৈরি হয় যানজট । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ি-র পুলিশ । পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানাই বিক্ষোভকারীরা । এরপর ঘটনাস্থলে পৌঁছান উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায় । তার মধ্যস্থতাই উঠে অবরোধ ।

রাজু বাবু জানান স্থানীয় পাঠকপাড়া, চ্যাটার্জী রুইদাস পাড়ায় সরকারি কল রয়েছে । যান্ত্রিক সমস্যার কারণে ওই পাড়ায় কলে জল পরছে না । জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সমস্যার কথা জানানো হয়েছে । যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন ওই পাড়াতে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হবে বলে জানান রাজু বাবু ।

TAGS

সম্পর্কিত খবর