সংবাদদাতা, অন্ডাল : জল পড়ছে না কলে, পর্যাপ্ত পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ । শুক্রবার উখরা আনন্দ মোড়ে-র ঘটনা । উপপ্রধানের প্রতিশ্রুতিতে উঠে অবরোধ ।
গরম পড়তে উখড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট । কোথাও কল আছে তাতে জল পড়ে না, আবার কোথাও কলে জল আসে অনিয়মিত । স্থানীয় পাঠকপাড়া ও পার্শ্ববর্তী চ্যাটার্জী রুইদাস পাড়াতে সপ্তাহখানে ধরে কলে জল পড়ছে না বলে অভিযোগ । পকেটের টাকা খরচ করে অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বলে জানান পাড়ার বাসিন্দারা । কলে নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার বেলা দশটা নাগাদ উখড়া-সরপি রোডের আনন্দমোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট পাড়ার বাসিন্দাদের একাংশ । বিক্ষোভ চলে বারোটা পর্যন্ত । অবরোধের ফলে তৈরি হয় যানজট । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ি-র পুলিশ । পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানাই বিক্ষোভকারীরা । এরপর ঘটনাস্থলে পৌঁছান উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায় । তার মধ্যস্থতাই উঠে অবরোধ ।
রাজু বাবু জানান স্থানীয় পাঠকপাড়া, চ্যাটার্জী রুইদাস পাড়ায় সরকারি কল রয়েছে । যান্ত্রিক সমস্যার কারণে ওই পাড়ায় কলে জল পরছে না । জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সমস্যার কথা জানানো হয়েছে । যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন ওই পাড়াতে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হবে বলে জানান রাজু বাবু ।