ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সিপিএমের মিছিলে হামলার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষে থেকে । সোমবার বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহালে ঘটনাটি ঘটে ।
সোমবার অন্ডালের দক্ষিণখন্ড ও পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল এলাকায় “গ্রাম জাগাও বাংলা বাঁচাও”- কর্মসূচিতে পদযাত্রা করলো সিপিআইএম । দক্ষিণখন্ডে কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য শাসকদলের পক্ষ থেকে স্থানীয়দের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে মহালে সিপিএমের মিছিলে বাধা মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে । দলের নেতা সুভাষ বাউরী জানান এদিন সাড়ে দশটা নাগাদ মহাল মোড় থেকে মিছিল শুরু হয় । কিছুদূর যাওয়ার পর মিছিলের উপর আচমকায় হামলা চালায় তৃণমূলের লোকজন । মিছিলের সামনে ছিল মাইক বাঁধা একটা টোটো । হামলাকারীরা টোটো টি তে ভাঙচুর চালায় । ঘটনায় দলের তিনজন আহত হয় । হামলার কথা জানিয়ে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সুভাষবাবু । অন্যদিকে হামলার কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে ।

TAGS

সম্পর্কিত খবর