কৌশিক মুখার্জি,নির্ভীক বাংলা,পশ্চিম বর্ধমান আসানসোল
আসানসোলে বইমেলা নিয়ে সার্কিট হাউসে এক বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক পণ্যভলাম এস রাজ্যের মন্ত্রী মলয়ঘটক সহ অন্যান্য অধিকারীকরা ডিসেম্বরের ২৮তারিখ থেকে জানুয়ারি 3তারিখ পর্যন্ত আসানসোল এসি আসানসোল পৌর গ্রাউন্ড এর পাশে এন সী সী ময়দানে অনুষ্ঠিত হবে মেলাটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭৫টি স্টল থাকবে, এবং গত বছরের নেয় সমস্ত রকম সুবিধা। তবে ডিমান্ড অনুযায়ী বাড়ানো হতে পারে স্টল এর সংখ্যা।