ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

রূপনারায়নপুর ফাঁড়ি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ‘উৎসর্গ’ নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করল সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ প্রশাসন।রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে ও সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পরিচালনায় এই শিবির-টি
আয়োজিত হয় রূপনারায়নপুর ফাঁড়ির প্রাঙ্গনে।আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই শিবিরে রক্ত দান করেন মোট ৭৫ জন।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(ওয়েস্ট) অভিষেক মোদী,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি ,রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা,সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।রক্তদাতাদের এদিন পুলিশের পক্ষ থেকে শংসাপত্র ছাড়াও সুন্দর মোমেন্টো তুলে দেওয়া হয়।

TAGS

সম্পর্কিত খবর