।
সংবাদদাতা, লাউদোহা : কারখানায় কাজের দাবিতে বাউরি সমাজ শিক্ষা সমিতি সংগঠনের বিক্ষোভের জেরে ছড়ালো উত্তেজনা । শুক্রবার ঝাঁঝরা গ্রামে একটি বেসরকারি কারখানার ঘটনা । পরে পুলিশের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে উঠে বিক্ষোভ ।
বেশ কয়েক বছর আগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে একটি বেসরকারি কারখানা গড়ে উঠেছে । শুক্রবার সেই কারখানার গেটে বিক্ষোভ দেখায় বাউরি সমাজ ও শিক্ষা সমিতি নামে একটি সংগঠনের সমর্থকেরা । বিক্ষোভকারীদের অভিযোগ বেসরকারি কারখানাটি থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে । দূষণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা । কারখানা করার আগে কর্তৃপক্ষ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল ।কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না, বলে অভিযোগ বিক্ষোভকারীদের । সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ বাউরী জানান স্থানীয়দের বঞ্চিত করে কারখানায় কাজের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হয়েছে । এলাকার উন্নয়নে সংস্থার সামাজিক সুরক্ষা প্রকল্পে রাস্তা, আলো, জলের ব্যবস্থা করতে হবে । সেই সাথে স্থানীয়দের কাজে নিয়োগ করার এই দিনের বিক্ষোভ বলে জানান বিশ্বজিৎ বাবু ।
বিক্ষোভ চলাকালীন কারখানার স্থানীয় কর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয় বলে অভিযোগ । সে সময় বিক্ষোভকারীদের সাথে কারখানার স্থায়ী কর্মীদের বচসা বাধে । হাতাহাতি-তে জড়িয়ে পড়ে দুই পক্ষ । এতে কারখানা চত্বরে উত্তেজনা ছাড়াই । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় । কিছুক্ষণ পর সেখানে আসেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় । সুজিত বাবুর উপস্থিতিতেই বিক্ষোভকারীদের সাথে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয় । সুজিত বাবু জানান সমস্যা থাকলে আচমকা কারখানার কাজ বন্ধ না করে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত । কারখানার ম্যানেজার সুদীপ মজুমদার জানান বিক্ষোভের জেরে সাময়িকভাবে কারখানার কাজ বন্ধ ছিল এতে কারখানার আর্থিক ক্ষতি হয়েছে ।