ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

কাজের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ, বচসা, উত্তেজনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সংবাদদাতা, লাউদোহা : কারখানায় কাজের দাবিতে বাউরি সমাজ শিক্ষা সমিতি সংগঠনের বিক্ষোভের জেরে ছড়ালো উত্তেজনা । শুক্রবার ঝাঁঝরা গ্রামে একটি বেসরকারি কারখানার ঘটনা । পরে পুলিশের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে উঠে বিক্ষোভ ।

বেশ কয়েক বছর আগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে একটি বেসরকারি কারখানা গড়ে উঠেছে । শুক্রবার সেই কারখানার গেটে বিক্ষোভ দেখায় বাউরি সমাজ ও শিক্ষা সমিতি নামে একটি সংগঠনের সমর্থকেরা । বিক্ষোভকারীদের অভিযোগ বেসরকারি কারখানাটি থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে । দূষণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা । কারখানা করার আগে কর্তৃপক্ষ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল ।কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না, বলে অভিযোগ বিক্ষোভকারীদের । সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ বাউরী জানান স্থানীয়দের বঞ্চিত করে কারখানায় কাজের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হয়েছে । এলাকার উন্নয়নে সংস্থার সামাজিক সুরক্ষা প্রকল্পে রাস্তা, আলো, জলের ব্যবস্থা করতে হবে । সেই সাথে স্থানীয়দের কাজে নিয়োগ করার এই দিনের বিক্ষোভ বলে জানান বিশ্বজিৎ বাবু ।

বিক্ষোভ চলাকালীন কারখানার স্থানীয় কর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয় বলে অভিযোগ । সে সময় বিক্ষোভকারীদের সাথে কারখানার স্থায়ী কর্মীদের বচসা বাধে । হাতাহাতি-তে জড়িয়ে পড়ে দুই পক্ষ । এতে কারখানা চত্বরে উত্তেজনা ছাড়াই । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় । কিছুক্ষণ পর সেখানে আসেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় । সুজিত বাবুর উপস্থিতিতেই বিক্ষোভকারীদের সাথে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয় । সুজিত বাবু জানান সমস্যা থাকলে আচমকা কারখানার কাজ বন্ধ না করে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত । কারখানার ম্যানেজার সুদীপ মজুমদার জানান বিক্ষোভের জেরে সাময়িকভাবে কারখানার কাজ বন্ধ ছিল এতে কারখানার আর্থিক ক্ষতি হয়েছে ।

TAGS

সম্পর্কিত খবর