প্রসূতির মৃত্য ঘিরে রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরা । তাদের আরো অভিযোগ, ওয়ার্ডে কর্মরত নার্স ও স্বাস্থ্য কর্মীরা মৃতার মায়ের সঙ্গে দূর্ব্যবহার করেছেন। বিক্ষোভ চলাকালীন হাসপাতালের এক নিরাপত্তা রক্ষীকে মারধর করে রোগীর আত্মীয়রা বলে অভিযোগ
রবিবার সকালে মৃত প্রসূতির স্বামী নিথীশ গোয়েল আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসকে গোটা ঘটনার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ করা হয়েছে মৃতার পরিবারের তরফে। মৃতার নাম লাভলি গোয়েল( ৩৭)। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার মুর্গাশোলে। মৃতার স্বামী নিশীথ গোয়েল ও মামাতো ভাই সুশীল বার্নওয়ালের অভিযোগ শুক্রবার বিকেলে লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এন সোরেনের আন্ডারে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাদের আরো অভিযোগ, প্রসূতির মা ওয়ার্ডে ছিলেন। কিন্তু তাকে তেমন ভাবে কিছু বলা হয়নি। এমনকি তার স্বামীকে কিছু বলা হয় নি। তাকে রাতে ওয়ার্ডে ঢুকতে দেয়নি কর্মরত নিরাপত্তা রক্ষীরা।
প্রসূতির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যতটুকু এখনো পর্যন্ত জেনেছি, তার কিছু শারীরিক সমস্যা ছিলো। শনিবার রাতে অস্ত্রোপচার করে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তার পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিলো। এদিন সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। এর পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ তদন্ত করবে।
পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।