ভিডিও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

ইডি সিবিআই দুর্নীতির অভিযোগ প্রভাব পড়বে না পঞ্চায়েত ভোটে -বললেন অরুপ রায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email


সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত, দুর্নীতির অভিযোগ কোনটাই প্রভাব পড়বে না পঞ্চায়েত ভোটে, এগুলি সবই বিজেপির প্রোপাগান্ডা । বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে থাকবেও বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।
বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বরের হরিপুর কোলিয়ারিতে কো: অপারেটিভ মাল্টিপারপাশ স্টোরেজ স্টোর-এর উদ্বোধন হলো । উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । নরেন্দ্রনাথ বাবু জানান বেশ কয়েক বছর আগে হরিপুর কোলিয়ারিটি বন্ধ হয়ে গেছে । এর প্রভাব পড়েছে এলাকার অর্থনীতিতে । তাই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতেই একটি বেসরকারি সংস্থার সাথে শ্রমিকদের কো-অপারেটিড যৌথভাবে এই মাল্টিপারপাস স্টোরেজ স্টোর-টি গড়ে তুলেছে । এই উদ্যোগ সফল হলে আগামী দিনে অন্যান্য বন্ধ কোলিয়ারি এলাকাতেও এরকম উদ্যোগ নেওয়া হবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু । অন্যদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সমবায় মন্ত্রী অরূপ রায় । কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, দুর্নীতির অভিযোগ, একাধিক তৃণমূল নেতার জেল হেফাজত প্রসঙ্গে অরূপ বাবু বলেন এসবই বিজেপির চক্রান্ত । শুধু পশ্চিম বাংলা নয় যেসব রাজ্যে ও বিজেপি সরকার রয়েছে এইসব জায়গায় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি । এটা গোটা দেশের লোক এখন বুঝে গেছে । পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে না বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে আগামী দিনেও থাকবে বলে দাবি করেন অরূপ বাবু । সম্প্রতি রাজ্যে এসে কাশ্মীর ফাইলস এর পরিচালক দীপক অগ্নিদ্রোহী বলেছিলেন পশ্চিমবাংলায় ৩০০ টেরও বেশি কাশ্মীরের মতো এলাকার রয়েছে । এর উত্তরে অরূপ বাবু বলেন বিজেপির কাজ মানুষের মনে হিংসা ও ঘৃনা ছড়ানো । বিজেপির এজেন্ট হয়ে এসে দীপক অগ্নিদ্রোহী এই কথা বলেছেন । পশ্চিম বাংলার মানুষ বরাবর-ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করে । এই রাজ্যে হিংসা ছড়ানোর উদ্দেশ্য সফল হবে না বলে জানান অরূপ বাবু ।

TAGS

সম্পর্কিত খবর